বিসিবি নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিলেন মাদারীপুরের মেয়র

|

ফাইল ছবি

বিসিবি নির্বাচনে এক নম্বর ক্যাটাগরিতে ঢাকা বিভাগের প্রার্থী ও মাদারীপুরের মেয়র মোহাম্মদ খালিদ হোসেন নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। ব্যাক্তিগত সিদ্ধান্তেই নাম প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন তিনি।

এক নম্বর ক্যাটাগরিতে চারজন প্রার্থীর মধ্যে মাদারীপুর জেলা থেকে মনোনীত হয়েছিলেন খালিদ হোসেন। কিন্তু প্রাধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত আবেদন দিয়ে ভোটের লড়াই থেকে সরে আসেন তিনি। যদিও এখন আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করার সুযোগ নাই। তাই ভোটপ্রার্থী হিসেবে ব্যালট পেপারে তার নাম থাকবে।

ফলে ঢাকা বিভাগে দুইটি পরিচালক পদের জন্য নির্বাচনের লড়াই করছেন তিনজন। তারা হলেন, মানিকগঞ্জের কাউন্সিলর নাঈমুর রহমান দুর্জয়, নারায়নগঞ্জের কাউন্সিলর তানভীর আহমেদ ও কিশোরগঞ্জের কাউন্সিলর সৈয়দ আশফাকুল ইসলাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply