আমেরিকার লস এঞ্জেলেস’-এর বিখ্যাত হলিউড ওয়াক অব ফেম-এর কথা সবারই জানা। বিশ্বের বিখ্যাত সব তারকাদের নাম এবং তাদের সম্মানে একটি করে তারা খোদাই করে বসানো হয়েছে সেই পথে। এবার হলিউডে অবদানের জন্য এই স্থায়ী স্বীকৃতি পেতে যাচ্ছেন ড্যানিয়েল ক্রেগের। খবর পিঙ্ক ভিলা।
৬ অক্টোবর, বুধবার স্থানীয় সময় ৬.৩০-এ ওয়াক অব ফেম স্টার সম্মাননা দেয়া হবে ড্যানিয়েল ক্রেগকে। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন রামি মালেক, মাইকেল জি উইলসন এবং বারবারা ব্রকলি।
হলিউড বুলভার্ডের ১৫টি ব্লক এবং ভাইন স্ট্রিটের ৩টি ব্লক মিলে এই ওয়াক অফ ফেম। আড়াই হাজারের বেশি তারা বসানো রয়েছে হলিউড ওয়াক অফ ফেমের মেঝেতে এবং পাশের দেয়ালে। এই তারাগুলো পিতল এবং টেরাজো টাইলস দিয়ে তৈরি। অভিনয়শিল্পী, সঙ্গীতশিল্পী, প্রযোজক, পরিচালক, নাটক বা সঙ্গীতের দল, কাল্পনিক চরিত্র সবার নামই খচিত আছে এই পথে।
হলিউড ওয়াক অফ ফেম পরিচালনা করে হলিউডের চেম্বার অফ কমার্স আর অর্থ প্রদান করে হলিউড হিস্টোরিক ট্রাস্ট। এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান যেখানে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভ্রমণে আসেন।
এনএনআর/
Leave a reply