বেতন-ভাতা ১২ মাস বাকি থাকলে বাতিল পৌরসভা

|

পুরনো ছবি।

কোনো পৌরসভার বেতন ভাতা একনাগাড়ে ১২ মাস বাকি থাকলে সে পৌরসভা বাতিল ঘোষণা করা হবে।

সোমবার (৪ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি আরও জানান, কোনো এলাকাকে পৌরসভা করার শর্ত ছিল প্রতি কিলোমিটারে জনসংখ্যা থাকতে হবে এক হাজার ৫০০। কিন্তু প্রস্তাবিত আইনে দু’হাজার জনসংখ্যার শর্ত দেয়া হয়েছে। আর পৌরসভা পরিষদের মেয়াদ ৫ বছরের মধ্যেই শেষ হবে। মেয়াদ শেষ হলে নিয়োগ করা হবে প্রশাসক। ৬ মাসের মধ্যেই নির্বাচন হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এছাড়াও বৈঠকে অত্যাবশ্যক পরিষেবা আইন-২০২১ এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। আইনটি বাস্তবায়িত হলে সরকার যেসব পরিষেবা অত্যাবশ্যক ঘোষণা করবে সেসব প্রতিষ্ঠান মালিক চাইলেই লে অফ বা বন্ধ করতে পারবে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply