নারীর ক্ষমতায়নের লক্ষ্যে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ

|

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ৩ মাসব্যাপী আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণদান শুরু হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৪ অক্টোবর) দুপুরে মানব প্রগতি সংঘের উদ্যোগে শহরের সরকারি শিশু পরিবার বালিকা বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহানা নাসরিন। অনুষ্ঠানে সরকারি শিশু পরিবার বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা শেলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহ আলম, শহর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফেরসৌদ আরা রুনু, সরকারি শিশু পরিবার বালিকা বিদ্যালয়ে সুপারিনটেনডেন্ট তানিয়া আক্তার, কারাতে প্রশিক্ষক শারমিন মালিহা প্রমুখ।

আয়োজকরা জানান, মূলত নারীদেরকে আত্মরক্ষা কৌশল শেখানোর জন্য এ প্রশিক্ষণের আয়োজন। এই প্রশিক্ষণ থেকে নারীরা তাদের আত্মরক্ষার কৌশল শিখতে পারবে। যে কোনো বিপদে পড়লে তা সহজেই মোকাবেলা করতে পারবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply