শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সীমিত পরিসরে ফেরি চলবে। পারাপার হবে হালকা যানবাহন।
সোমবার (৪ অক্টোবর) বিকেলে এ সিদ্ধান্তের কথা জানান বিআইডব্লিউটিসি কর্মকর্তারা।
এর আগে সকালে ৪৭ দিন পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়। শিমুলিয়াঘাট থেকে ৩৮টি যানবাহন নিয়ে বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে যায় ‘কুঞ্জলতা’। পদ্মাসেতু পার হবার সময় অবলম্বন করে বিশেষ সতর্কতা।
সংশ্লিষ্টরা বলছেন, নির্বিঘ্নে নদী পাড়ি দেয় কুঞ্জলতা। স্রোত ছিল তুলনামূলক কম। এদিকে সচল হবার খবরে সকাল থেকে প্রাণ ফেরে ঘাটে। ভিড় জমায় ছোট-বড় যানবাহন।
নদীতে তীব্র স্রোত এবং পদ্মাসেতুতে দুর্ঘটনা এড়াতে গেলো ১৮ আগস্ট থেকে নৌরুটটিতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
ইউএইচ/
Leave a reply