ইলিশ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ডের অভিযান

|

৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়ন উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু করেছে কোস্টগার্ড।

সোমবার (৪ অক্টোবর) অভিযানের প্রথম দিনে রাজধানীর সোয়ারীঘাট এলাকায় জেলে ও মৎস্যজীবীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়েছে।

কোস্ট গার্ডের কর্মকর্তারা বলেন, সরকারঘোষিত এই ২২ দিনে ইলিশ ধরা, পরিবহন, বাজারজাতকরণ ও বেচাকেনা বন্ধ থাকবে। ঢাকা ছাড়াও দেশের উপকূলীয় বিভিন্ন এলাকায় পোস্টার-লিফলেট বিতরণ, মাইকিং ও টহল দিয়েছে কোস্টগার্ড।

মাছের অভয়াশ্রমগুলোতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম সবসময় অব্যাহত রাখার আশাবাদ জানান কোস্টগার্ড কর্মকর্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply