বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভ্রাটের মুখে পড়েছে হোয়্যাটসঅ্যাপ পরিষেবা। সেইসাথে ব্যাহত হয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পরিষেবাও।
সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার পর থেকে এসব সোশ্যাল মিডিয়া সাইটে আর ঢোকা যাচ্ছে না। এসব সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর সার্ভার হঠাৎই ডাউন হয়ে গেছে। ঠিক কখন এ সমস্যা স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না এখনই।
মূলত সোমবার সন্ধ্যার পর থেকেই ফেসবুকসহ এসব সোশ্যাল মিডিয়ায় সমস্যা দেখা দেয়। হোয়্যাটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকে প্রবেশ করতে গেলে সেখানে লেখা উঠছে, ‘দুঃখিত, কোনো একটি সমস্যা হচ্ছে। সমাধানে আমরা কাজ করছি। শিগগিরই ঠিক হয়ে যাবে।’
এ নিয়ে ফেসবুকের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, বিষয়টি নিয়ে আমরা অবগত আছি। এ সমস্যা সমাধানের জন্য কাজ করছি আমরা। আশা করি দ্রুতই এর সমাধান করা সম্ভব হবে।
Leave a reply