ভারতে ৯ জনকে হত্যার ঘটনায় ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

|

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে ৪ কৃষকসহ ৯ জনকে হত্যার ঘটনায় ১৪ জনকে আসামি করে অভিযোগ গঠন করা হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) দায়ের করা মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অজয় কুমার মিশ্রার ছেলেও।

অভিযোগে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে গাড়িচাপা দিয়ে আন্দোলনরত কৃষকদের হত্যা করেছেন। অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আশিস মিশ্রা। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে বিক্ষোভে নেমেছেন রাজ্যের কৃষকরা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবি জানিয়ে মন্ত্রীর ছেলের কুশপুত্তলিকা পোড়ানো হয়। এদিকে, নিহতের পরিবারের সাথে দেখা করতে যাওয়ার সময় আটক প্রিয়াংকা গান্ধি এখন ছাড়া পাননি। সীতাপুর জেলার গেস্ট হাউজে আটক করে রাখা হয়েছে তাকে।

আন্দোলনকারীরা জানান, অভিযুক্তদের কারাগারে না পাঠানো পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। একই সাথে নিহতদের পরিবারকে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। কৃষকদের ওপর বিজেপির নির্যাতন বন্ধ করতে হবে। না হলে আমরা রাজ্যের সব গ্রামেই সমাবেশ আন্দোলন চালিয়ে যাবো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply