ঢাকায় গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ

|

ঢাকার গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে চলতি বছরের পহেলা ডিসেম্বর থেকে ঘাটারচর-কাঁচপুর রুটে নতুন বাস চলাচল শুরু হবে। নামবে আধুনিক সুবিধা সম্বলিত বাস।

মঙ্গলবার (৫ অক্টোবর) বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৮তম সভা শেষে একথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।

মেয়র জানান, নতুন রুট উদ্বোধন করবেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এর মধ্যেই সব প্রস্তুতি শেষ করার কথা জানান মেয়র। আগামীতে পুরো ঢাকা শহরে এ সেবা বিস্তৃত করার পরিকল্পনা আছে।

তিনি আরও জানান, ৪০টি বাস ছাউনি ও ১৬টি বাস তৈরি করা হচ্ছে। ২০ অক্টোবর চূড়ান্ত হবে বাসের ডিজাইন। ঢাকা শহরকে নিয়মের মধ্যে আনার আলোচনা হয় কমিটির এ সভায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply