ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে এক নরীকে ধর্ষণ ও হত্যা মামলার ১২ বছর পর রিপন মোল্লা নামের একজন আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন
ট্রাইব্যুনাল। এ রায়ে মামলার ৯ আসামির মধ্যে ৮ জনকে খালাস দেয়া হয়, অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এই রায় ঘোষণা করেন বিচারক প্রদীপ কুমার রায়। মামলার বিবরণ থেকে জানা যায়, ভুক্তভোগী নারীর নাম শিউলী আক্তার। তিনি বোয়ালমারীর একটি বেসরকারি এনজিও’র অফিসে কর্মরত ছিলেন।
২০০৯ সালের ১২ জুলাই কর্মস্থল থেকে একই জেলার দাদপুর গ্রামে যাওয়ার সময় আসামি
রিপন তাকে জোরপূর্বক রাস্তার পাশে পাট ক্ষেতে টেনে নিয়ে ধর্ষণ করে। পরে তার গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়।
ঐ দিনই ভুক্তভোগী শিউলীর বাবা বারেক মোল্লা বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা করেন। সেই মামলার এক যুগ পর মঙ্গলবার রায় হয়। মামলায় রিপন দোষী প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত।
Leave a reply