আগামী শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল খুলে দেয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে একনেক বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী বলেন, একনেক সভায় আমরা জানতে পারলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল (কর্ণফুলী টানেল) ডিসেম্বরে খুলে দেয়ার কথা থাকলেও তা আগামী শুক্রবার খুলে দেওয়া হচ্ছে। এটা খুবই আনন্দের সংবাদ। তরুণ প্রজন্মের কাছে এটা খুব রোমাঞ্চকর একটা বিষয়।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠকে ৬ হাজার ৫৫১ কোটি টাকার ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এছাড়াও বাড়ছে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের মেয়াদ। প্রকল্পটি বাস্তবায়নে ২০১৫ সালের ১ সেপ্টেম্বর একনেক সভায় অনুমোদন দেয়া হয় ৪ হাজার ৫৯৭ কোটি টাকা। তবে পাঁচ বছর পর সাড়ে ৬৩ শতাংশ ব্যয় বাড়িয়ে এখন নতুন প্রস্তাব করা হয়েছে ৭ হাজার ৫১৮ কোটি টাকা।
প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হরিয়ায় মেঘনা নদী থেকে অপরিশোধিত পানির ট্রান্সমিশন লাইন বসানো হবে। এই পানি সায়েদাবাদে পরিশোধন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাকরাইল, পল্টন, কমলাপুর ও যাত্রাবাড়ী এলাকায় সরবরাহ করা হবে।
ইউএইচ/
Leave a reply