যে শর্তে তালেবানকে স্বীকৃতি দিতে পারে ফ্রান্স

|

তালেবানকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে আজ ফ্রান্সের এক রেডিওতে আলোচনা করেছেন ইম্যানুয়েল ম্যাক্রোন।

রোমে আয়োজন হতে যাওয়া আসন্ন জি-২০ সম্মেলনে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার বিষয়ে আন্তর্জাতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোন।

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) ফ্রান্সের একটি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ম্যাক্রোন এসব কথা জানিয়েছেন।

অক্টোবরের শেষ সপ্তাহে ইতালির রাজধানী রোমে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে সম্মেলন প্রসঙ্গে ম্যাক্রোন বলেন, জি-২০ সম্মেলনে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা করা উচিত আমাদের। এ আলোচনায় ইউরোপ, আমেরিকা, চীন, রাশিয়াসহ সবার উচিত একত্রে তালেবানের আন্তর্জাতিক স্বীকৃতির শর্ত ইস্যুতে স্পষ্ট বার্তা দেয়া।

ম্যাক্রোন আরও বলেন, যেসব শর্তে তালেবানকে স্বীকৃতি দেয়া হবে তারমধ্যে অবশ্যই নারী অধিকার, বিদেশি মানবিক কার্যক্রমের আফগানিস্তানে প্রবেশাধিকার, জঙ্গিগোষ্ঠীগুলোর সাথে সম্পর্ক না রাখার মত স্পর্শকাতর এবং জরুরি ব্যাপারগুলো অবশ্যই রাখতে হবে।

ম্যাক্রোন বলেন, যে কারোরই প্রাপ্য আন্তর্জাতিক স্বীকৃতির বিনিময়মূল্য থাকা উচিত। তালেবানকে অবশ্যই নারী-পুরুষের সমতার ব্যাপারটিকে গুরুত্ব দিতে হবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply