ফিলিপাইনের সাবেক ও প্রয়াত স্বৈরশাসক ফার্ডিনান্ড মার্কোসের ছেলে ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র দেশটিতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন।
ফিলিপাইনে ‘বংবং’ ছদ্মনামে তুমুল জনপ্রিয় ৬৪ বছর বয়েসী এ রাজনীতিবিদ সম্পর্কে ধারণা করা হচ্ছে যে তিনি এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদের একজন শক্তিশালী দাবিদার। দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বাবা ফার্ডিনান্ড মার্কোসের মত ফিলিপিনোদের একতাবদ্ধ করার আন্দোলন শুরু করবেন ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র।
দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতা ও চলমান মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে সকল ফিলিপিনোকে একত্রিত করতে চান মার্কোস জুনিয়র। তিনি বলেন, এই মহামারি আমাদের জাতির ইতিহাসে একতি বড় পরীক্ষা। আমরা আমাদের কাছের মানুষদের হারিয়েছি।
উল্লেখ্য, ফিলিপাইনে করোনায় মারা গেছেন ৩৮ হাজারের মত সাধারণ মানুষ। আর ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র এর আগে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়েছিলেন।
/এসএইচ
Leave a reply