সাতক্ষীরায় ভাইরাল হওয়া সেই ইমাম এবার পেলেন ভাসমান মসজিদ

|

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে পানিতে ডুবে থাকা সেই মসজিদের পাশে এবার চালু হলো ভাসমান মসজিদ। মঙ্গলবার (৫ অক্টোবর) জোহরের নামাজের সময় ভাসমান মসজিদটি উদ্বোধন করা হয়। চট্টগ্রামের আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ভাসমান মসজিদ নির্মাণ করে দেয়া হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন ওই মসজিদের ইমাম হাফেজ মইনুর রহমান। পানি বৃদ্ধির ফলে পানির অনেকটা ভেতরে চলে যায় মসজিদটি। উপায় না দেখে সাঁতরেই মসজিদে নামাজ ও আজান দিতেন ইমাম। তারই একটি ভিডিও ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিষয়টি ভাইরাল হলে ‘ডু সামথিং ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে নগদ অর্থ ও একটি নৌকা পান তিনি। এরপরই সেখানে একটি ভাসমান মসজিদের ব্যবস্থা করা হলো।

এ নিয়ে ইমাম মইনুর রহমান জানান, জামে মসজিদটি এখন নামাজ পড়ার সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এর দেওয়াল ও মেঝে সম্পূর্ণ ফেটে গেছে এবং চারপাশ দিয়েই খাল উঠে একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই ভাসমান এই মসজিদেই নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply