ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বর্জ্য অপসারণ কেন্দ্রের উদ্বোধন

|

শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ ও ৬ নাম্বার ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনায় সেকেন্ডারি ট্রান্সফার সিস্টেম (এসটিএস) চালু করা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর বাসাবোতে এই দুটি ওয়ার্ডের এসটিএস উদ্বোধন করেন মেয়র শেখ ফজলে নূর তাপস। এই পর্যন্ত ৩৯ টি ওয়ার্ডের এসটিএসের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, রাস্তাঘাটে যেন বর্জ্য না থাকে সেজন্য এই ব্যবস্থাপনা। এর মাধ্যমে মানুষের বাসা থেকে ময়লা সংগ্রহ করে এসটিএসে রাখা হবে। তারপর মাতুয়াইলে বর্জ্য নিষ্কাশন করা হবে। অনুষ্ঠানে ছিলেন স্থানীয় কাউন্সিলররা। এমন একটি উদ্যোগে খুশি নাগরিকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply