তালেবান গঠিত আফগানিস্তানের সরকারের সাথে মুখোমুখি বৈঠক করলো ব্রিটিশ প্রতিনিধি দল। কাবুলের এই আলোচনায় গুরুত্ব পেয়ছে মানবিক সংকট হ্রাস, সন্ত্রাসবাদ নির্মূল এবং দেশত্যাগে ইচ্ছুকদের সরানোর ইস্যু।
মঙ্গলবার (৫ অক্টোবর) উপ-প্রধানমন্ত্রী আবদুল ঘানি বারাদার এবং আবদুল সালাম হানাফির সাথে সাক্ষাৎ করে ব্রিটিশ প্রতিনিধি দল। দলটির নেতৃত্বে ছিলেন শীর্ষ কূটনীতিক সিমন গাস।
মানবিক সংকট থেকে উত্তরণে কীভাবে আফগানিস্তানকে সহযোগিতা করতে পারে যুক্তরাজ্য, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। তাছাড়া, আফগানিস্তান ছাড়তে ইচ্ছুকদের জন্য ‘সেফ প্যাসেজ’ সৃষ্টিরও তাগিদ দেয় লন্ডন। এসময় দেশটির নারী-শিশু এবং সংখ্যালঘুদের প্রতি নমনীয় হতে আহ্বান জানানো হয় তালেবান সরকারকে।
অন্যদিকে আফগান বিবৃতিতে জানানো হয়, কূটনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ বৈঠক।
Leave a reply