পাকিস্তানের ভূমিকম্পে নিহত ২০

|

পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২০ জন। বৃহস্পতিবার ভোরে আঘাত হানা ভূমিকম্পে আহত হয়েছেন আরও তিন শতাধিক বাসিন্দা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা, ইউএসজিএস বলছে, কম্পনের কেন্দ্রস্থল ছিলো প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ১০২ কিলোমিটার পূর্বের হারনাই শহরে। ভূভাগ থেকে ১৫ কিলোমিটার গভীরে ছিলো ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

উদ্ধারকর্মীরা জানান, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ভূমিকম্পের সময় সবাই ঘুমে ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আশঙ্কা, বিধ্বস্ত ঘরবাড়ির নিচে অনেকে চাপা পড়ায় বাড়তে পারে প্রাণহানি।

ভূমিকম্পে হারনাই এলাকার শতাধিক মাটির স্থাপনা গুঁড়িয়ে গেছে। কয়েক হাজার মানুষ গৃহহীন। এলাকাটির বাসিন্দারা অবস্থান নিয়েছেন খোলা আকাশের নিচে।

এদিকে, স্থানীয় হাসপাতালগুলোয় জায়গা না থাকায়, স্ট্রেচারের ওপরই আহতদের দেয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ্ জানিয়েছেন, জরুরি চিকিৎসা ও উদ্ধার তৎপরতা চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply