চার বছরেও শেষ হয়নি চার কিলো রাস্তার কাজ

|

রাজবাড়ীতে সড়ক উন্নয়ন কাজের ধীরগতি বাড়াচ্ছে জনসাধারণের ভোগান্তি। খানাখন্দের সাথে বেড়েছে ধূলা। সড়ক বিভাগ আর ঠিকাদারের দাবি, শুরুতে করোনার প্রভাব আর এখন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ওজোপাডিকোর বৈদ্যুতিক খুঁটি অপসারণে গা ছাড়া ভাব থাকায় ব্যাহত হচ্ছে কাজ।

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রকল্পের দ্বিতীয় প্যাকেজ শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে চরবাগমারা পর্যন্ত চলছে চারলেনের কাজ। চার কিলোমিটার এই সড়ক উন্নয়নে কাজ শুরু হয় ২০১৮ সালের শুরুতে। ব্যয় ধরা হয়েছে ৬০ কোটি টাকা। প্রকল্পের মেয়াদ ছিলো ১৮ মাস। এরপর তা ২০২২ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এরইমধ্যে ২ কিলোমিটারের কাজ শেষ হলেও থমকে আছে বাকিটা।

ওহেদ নামে ঠিকাদারী একটি প্রতিষ্ঠান কাজটি দেখভাল করছে। তাদের দাবি, করোনার কারণে ব্যাহত হয়েছে কার্যক্রম। এখন বাধা হয়ে দাঁড়িয়েছে বৈদ্যুতিক খুঁটি ও গাছ। একই কথা বলছে সড়ক বিভাগও। সড়ক ও জনপথ, সওজের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খানের দাবি, ৯১টি বৈদ্যুতিক খুঁটি অপসারণে ওজোপাডিকোর ধীরগতির কারণেই ব্যাহত হচ্ছে কাজ।

তবে, এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ওজোপাডিকোর দায়িত্বশীল কেউ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply