Site icon Jamuna Television

খুলনায় মাদক মামলায় ১ জনের ফাঁসি, আরেকজনের আমৃত্যু কারাদণ্ড

প্রতীকী ছবি।

খুলনা ব্যুরো:

খুলনায় আলোচিত ২২ কোটি টাকার কোকেন রাখার মামলার রায়ে একজনকে মৃত্যুদণ্ড, অপর এক আসামিকে আমৃত্যু কারাদণ্ডসহ চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। দুপুরে জনাকীর্ণ খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এই রায় দেন। মৃত্যূদণ্ডপ্রাপ্ত আসামি হলো বিকাশ চন্দ্র বিশ্বাস এবং আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা।

এছাড়া বিকাশ ও সোহেল রানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। অপর চার আসামির মধ্যে ছগিরকে ১৫ বছর, বিকাশ চন্দ্র মণ্ডল, এরশাদ ও ফজলুর রহমান ফকিরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড দেয়া হয়েছে ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১১ আগস্ট খুলনা নগরী, রূপসা ও দাকোপ উপজেলায় অভিযান চালিয়ে সোয়া ২ কেজি কোকেনসহ ৬ জনকে গ্রেফতার করে র‍্যাব। উদ্ধার করা কোকেনের মূল্য প্রায় ২২ কোটি ৫০ লাখ টাকা। ওই ঘটনায় র‍্যাবের ডিএডি রবিউল ইসলাম বাদী হয়ে রূপসা থানায় কোকেন বিক্রি প্রচেষ্টার অভিযোগে মাদক আইনে মামলা করেন। ২৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

Exit mobile version