ষ্টাফ রিপোর্টার, নরসিংদী:
নরসিংদীতে বিনামূল্যে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের দশ হাজার শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করছে উৎসর্গ ফাউন্ডেশন নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে শহরের ব্রাক্ষন্দী এলাকার হাজী আবেদ আলী কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসগ ফাউন্ডেশনের নরসিংদী জেলার সভাপতি মোঃ আসলাম ভুঁইয়া ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবেদ আলী টেক্সটাইল মিলের পরিচালক মাহবুবুর রহমান মনির।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অনেক শিক্ষার্থীরাই তাদের রক্তের গ্রুপ জানেন না। তাদেরকে বিনামূল্যে রক্তের গ্রুপ জানাতেই আমাদের এই আয়োজন। রক্ত দেহের চালিকা শক্তি আর রক্তদানকরা মানে আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করা। অসুস্থ রোগীদেরকে বিনামূল্যে রক্তদান করাও মানবসেবার অন্যতম একটি অংশ।
পরে শিক্ষার্থীদের মধ্যে এক কুইজ প্রতিযোগীতার আয়োজন করে ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ও শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a reply