সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে ফেসবুকে কিছু সমস্যা দেখা দেয়। এরপর বিশ্বজুড়ে একের পর এক প্রায় অকেজো হয়ে যায় ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামের সেবা। জটিলতা সারিয়ে সব স্বাভাবিক করতে ফেসবুক কর্তৃপক্ষের সময় লেগে যায় ছয় ঘণ্টা। আর এতেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম নেমে গেছে ৪ দশমিক ৯ শতাংশ।
শুধু তাই নয়, এই ছয় ঘণ্টার সার্ভার জটিলতায় ফেসবুকের নির্বাহী মার্ক জাকারবার্গের মোট সম্পত্তির পরিমাণও কমেছে অনেকখানি। ব্লুমবার্গে একটি প্রতিবেদনে বলা হচ্ছে, সোমবার বিশ্বব্যাপী ফেসবুক বিভ্রাটের দরুণ জাকারবার্গের সম্পদের অর্থমূল্য কমে দাঁড়িয়েছে ১২ হাজার ১৬০ কোটি ডলারে। ফলে ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্সে এক ধাপ নিচে নেমে জাকারবার্গের অবস্থান এখন বিল গেটসের পর ৫ নম্বরে।
যদিও গত কয়েক সপ্তাহ ধরেই সম্পদের পরিমাণ কমছে জাকারবার্গের। মূলত ফেসবুকের সাবেক কর্মী ফ্রান্সিস হাউগেন সম্প্রতি চাকরি ছেড়ে দিয়ে ফেসবুকের কিছু গোপন নথি ফাঁস করেছেন। সেই সাথে একের পর এক বিস্ফোরক তথ্য দিচ্ছেন ফেসবুকের বিরুদ্ধে। এর ফলে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ১৪ হাজার কোটি ডলার থেকে নেমে জাকারবার্গের বর্তমান সম্পত্তি এখন ১২ হাজার ১৬০ কোটি ডলারে।
Leave a reply