মহামারিতে ৪৮ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে মোট প্রাণহানি। নতুন করে ৭ হাজার ৮শ মানুষের মৃত্যু হয়েছে গোটা বিশ্বে।
দৈনিক মৃত্যু ও সংক্রমণ শনাক্তের শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে দেড় হাজারের ওপর মানুষ মারা গেছে। ৯৭ হাজারের বেশি মানুষের দেহে শনাক্ত হলো ভাইরাসটি। একদিনে, রেকর্ড ৯২৪ জনের মৃত্যু দেখলো রাশিয়া।
অন্যদিকে জার্মানিতে এ সংখ্যা ৪১৪। এদিন মেক্সিকোয় ৭১৩ এবং ব্রাজিলে ৪৫১ জনের মৃত্যু হয়েছে। তিনশর বেশি প্রাণহানি ইউক্রেনে। বিশ্বে মোট কোভিড রোগী শনাক্ত হয়েছে ২৩ কোটি ৭৫ লাখের বেশি।
২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এনএনআর/
Leave a reply