শিমুলিয়া-বাংলাবাজার রুটে সীমিত আকারে ফেরি চলাচল করায় যানবাহনের বাড়তি চাপ পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে। ফেরি পারাপারের জন্য পণ্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়।
শুক্রবার সকাল ৮টার দিকে দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় আড়াই কিলোমিটার সড়কে পন্যবাহী ট্রাকের জটলা তৈরি হয়েছে।
এদিকে যানজট এড়াতে গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় ৪ কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাকের সিরিয়াল দেখা যায়। ফেরির নাগাল পেতে ট্রাকগুলোকে কয়েকদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পঁচনশীল পণ্যবাহী ট্রাকগুলো। তবে চলমান আছে যাত্রীবাহী যানবাহন।
এনএনআর/
Leave a reply