Site icon Jamuna Television

ভারতকে হারালেই পাকিস্তান পাবে ব্ল্যাঙ্ক চেক!

ছবি: সংগৃহীত

ক্রিকেটে দুরবস্থা কাটানোর এক দারুণ সুযোগ পেতে যাচ্ছে পাকিস্তান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ভারতের বিরুদ্ধে ম্যাচে জয় পেলেই পাকিস্তান ক্রিকেট দলকে দেয়া হবে ব্ল্যাঙ্ক চেক!

পিসিবি প্রেসিডেন্ট রমিজ রাজা জানান, একজন বিনিয়োগকারী তাকে বলেছেন যে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারাতে পারলে পাকিস্তান ক্রিকেট দলকে ব্ল্যাঙ্ক চেক উপহার দেবেন তিনি।

রমিজ রাজা বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের অর্ধেক খরচই আসে আইসিসির ফান্ডিং থেকে। আর আইসিসির ফান্ডের ৯০ শতাংশেরই যোগানদাতা ভারত। তাই, ভারত যদি আইসিসিকে টাকা দেয়া বন্ধ করে দেয় তবে মুখ থুবড়ে পড়তে পারে পিসিবি, এই ভয়টাই আমি পাচ্ছি।

রমিজ রাজা আরও বলেন, পাকিস্তান ক্রিকেটকে শক্ত অবস্থানে নেয়ার ব্যাপারে আমি বদ্ধপরিকর। একজন বিনিয়োগকারীও পেয়েছি, যিনি পাকিস্তানকে ব্ল্যাঙ্ক চেক দিতে প্রস্তুত। এখন কেবল ভারতকে হারানোর অপেক্ষা।

এম ই/

Exit mobile version