কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে বাংলাদেশের ২০ গজ অভ্যন্তরে ঢুকে পড়েছে বিএসএফ সদস্যরা। এসময় এক বাংলাদেশি নাগরিকের বাড়িতে হামলা চালিয়ে ঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলা সদরের উত্তর কুটিচন্দ্রখানা নকরজান গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় বিএসএফের হাতে ৪জন বাংলাদেশি লাঞ্চনার শিকার হয়েছে।
ভুক্তভোগী রফিকুল ইসলাম ও সীমান্ত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সেউটি-২ নকরজান গ্রামের মতিয়ার রহমান রবিউল (২৭), একই গ্রামের আতাউর রহমান(২৯) ও মিলন মিয়া (২৫) এবং বাংলাদেশের আফান আলী নামে একদল মাদকপাচারকারী চক্র অবস্থান করছিল সীমান্ত এলাকায়। এসময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দেয়। পরবর্তীতে প্রায় ১০/১৫ জনের একটি বিএসএফের সশস্ত্র দল কাটাতারের বেড়া পাড় হয়ে এসে বাংলাদেশের ২০ গজ অভ্যন্তরে বাংলাদেশি রফিকুল ইসলামের টিনের বাড়ি ভাঙচুর করে। এসময় তাদের বিরুদ্ধে গালিগালাজেরও অভিযোগ ওঠে।
বিষয়টি বিজিবিকে জানালে দ্রুত ঘটনাস্থলে এসে বিএসএফকে কড়া ভাবে প্রতিবাদ জানায় তারা। লালমনিরহাট-১৫ বিজিবির অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মিরাজ উদ্দিন জানান, বিএসএফ সদস্যরা দুই দেশের মাদক চোরাকারবারীদের ধাওয়া করার সময় ভুলবশত বাংলাদেশের ১৫ গজ অভ্যন্তরে এক বাংলাদেশির বাড়িতে প্রবেশ করেছে।
এ ঘটনায় শুক্রবার সকালে বিএসএফের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছে বিজিবি। বিএসএফ এ ঘটনায় তাদের ভুল স্বীকার করেছে।
Leave a reply