চলতি অর্থবছরের জুলাই-আগস্টে রাজস্ব আদায়ে সাড়ে ১৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। করোনা মহামারির মধ্যে বড় ধরনের রাজস্ব ঘাটতি নিয়ে অর্থবছর শুরু করলেও প্রথম দুই মাসে ঘাটতি কিছুটা কমাতে সক্ষম হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর।
চলতি অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। এনবিআরের পরিসংখ্যান বিভাগ বলছে, প্রথম মাসে ভ্যাট ও শুল্ক বিভাগ মিলিয়ে ঘাটতি ছিল ৭ হাজার ২২৭ কোটি টাকা। তবে দ্বিতীয় মাসে রাজস্ব আদায়ে সাড়ে ২৪ শতাংশ অর্জিত হয়েছে। ঘাটতি কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২১০ কোটি টাকা।
সবমিলিয়ে ৩টি খাতে আদায় হয়েছে ৩৪ হাজার ৫৪৮ কোটি টাকা। করোনা মহামারিতে স্বাভাবিক কারণেই রাজস্ব আদায়ে গতি ছিল না। বর্তমানে মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে এবং আমদানি-রফতানি থেকে শুরু করে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ছে। এর ইতিবাচক প্রভাব পড়ছে রাজস্ব আদায়ে।
Leave a reply