নাটোরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

|

নাটোরের বড়াইগ্রামে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার খালিশাডাঙ্গা নদীতে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। নৌকাবাইচকে ঘিরে বিভিন্ন বয়সী মানুষের আনাগোনা ছিল পুরো এলাকাজুড়ে। উৎসব আনন্দে সব বয়সী মানুষের নির্মল বিনোদনে কেটে যায় পুরো বিকেল।

আয়োজকরা জানান, এক সময় নদী হাওর আর বিল অঞ্চলের মানুষের অন্যতম বিনোদনের মাধ্যম ছিল নৌকাবাইচ। কালের বিবর্তনে ছন্দপতন হলেও ঐতিহ্য ফিরিয়ে আনতে আয়োজন করা হয় নৌকাবাইচ প্রতিযোগিতা। সবাইকে নির্মল আনন্দ দিতেই প্রতি বছর নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় নিউ জনতা এক্সপ্রেস চ্যাম্পিয়ন এবং সোনারতরী এক্সপ্রেস নৌকা ২য় স্থান অর্জন করে। পরে বিজয়ীদের রেফ্রিজারেটর ও টিভি উপহার দেয়া হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply