ফেসবুক গণতন্ত্রের জন্য হুমকি: নোবেলজয়ী মারিয়া রেসা

|

নোবেল শান্তি ২০২১ বিজয়ী মারিয়া রেসা, ছবি: সংগৃহীত।

ফেসবুককে ‘গণতন্ত্রের জন্য হুমকি’ বললেন শান্তিতে নোবেলজয়ী মারিয়া রেসা। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক ভুল তথ্য পরিবেশন আটকাতে পারেনি এবং তারা হিংসা ছড়ানো রোধ করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ফেসবুক যেন সত্যের বিপক্ষেই দাঁড়িয়ে।

র‍্যাপলার প্রধান রয়টার্সকে বলেন, ফেসবুকের কল্যাণে রাগ এবং হিংসা যেন সত্যকে ছাপিয়ে যাচ্ছে। সম্প্রতি ফেসবুকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। তাদের সাবেক এক কর্মচারী অভিযোগ করেন হেট স্পিচ দমন ও ভুল তথ্য প্রতিরোধে ফেসবুক যতটা না ব্যস্ত তার চেয়ে বেশি ব্যস্ত অর্থ উপার্জনে। ৩০০ কোটিরও বেশি মানুষের এই বিশাল পরিবারের কর্তারা এই বক্তব্য অস্বীকার করেছে।

রেসার মন্তব্যের বিষয়ে ফেসবুকের বক্তব্য চাওয়া হলে তাদের একজন মুখপাত্র বলেন, ফেসবুক এর মধ্যেই দৃশ্যমান ক্ষতিকর কনটেন্ট সরাতে বিপুল অর্থ লগ্নি ও জনবল নিয়োগ করেছে। আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী এবং অবশ্যই আশা করি পৃথিবীব্যাপী গণমাধ্যমকর্মীরা তাদের কাজ সঠিকভাবে করে যাবেন।

রেসা বলেন, যদিও ফেসবুকই এখন পৃথিবীর সবচেয়ে বড় গণমাধ্যম তবুও এখনও এটি সত্য ও গণমাধ্যমের বিপরীতে দাঁড়িয়ে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply