জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যততত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমেদ মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে ক্যাম্পাসে নেমেছে শোকের ছায়া। খবর পেয়ে শিক্ষার্থী-শিক্ষক তার বাসভবনের সামনে জড়ো হন।
রোববার (৯ অক্টোবর) বিকালে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট থেকে অধ্যাপক ড. আফসার আহমেদের মরদেহ বিশ্ববিদ্যালয়ে তার বাসভবনে নিয়ে আসা হয়। পরে মরদেহ নেয়া হয় তার কর্মস্থল পুরাতন কলাভবনে।
এশার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে জানাজা শেষে তাকে শ্রধ্যার্ঘ নিবেদন করা হয়। এসময় বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুসহ পানি উপমন্ত্রী (ড. আফসার আহমেদের শ্যালক) এনামুল হক শামীম এবং
নরসিংদী জেলার পুলিশ সুপার আশরাফুল আজিম উপস্থিত ছিলেন।
রাতে তার মরদেহ মানিকগঞ্জের সিঙ্গাইরে তার গ্রামের বাড়িতে নেয়া হবে। সেখানেই আগামীকাল সকাল ১০টায় ২য় জানাজা শেষে তাকে কবরস্থ করার কথা রয়েছে।
এর আগে সকালে খুলনা থেকে ফেরার পথে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট এ ভর্তি হন অধ্যাপক ড. আফসার আহমেদ। পরে সেখানেই বেলা আনুমানিক দুপুর ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
/এসএইচ
Leave a reply