Site icon Jamuna Television

কেমন চলছে পাবনা মানসিক হাসপাতাল?

‘অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য’ এ প্রতিপাদ্যে পালিত হচ্ছে মানসিক স্বাস্থ্য দিবস। কেমন চলছে মানসিক রোগীদের জন্য দেশের একমাত্র বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র পাবনা মানসিক হাসপাতাল? দেশে মানসিক রোগ বিষয়ক একমাত্র বিশেষায়িত ৫শ শয্যার এই হাসপাতালটিতে চিকিৎসকের ৩১ পদের ২০টিই শূন্য দীর্ঘদিন ধরে।

চিকিৎসক ছাড়াও নার্স ও প্রশাসনিক বিভিন্ন পদেও পর্যাপ্ত লোকবল নেই বলে জানালেন পাবনা মানসিক হাসপাতালের চিকিৎসক ডা. এ কে এম শফিউল আযম। আর তাই দেশের নানা প্রান্ত থেকে আসা সেবাপ্রত্যাশী রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা।

হাসপাতালে একটি প্রেক্ষাগৃহ থাকলেও সেখানে পর্দায় সিনেমা দেখানোর ব্যবস্থা নেই বহু বছর। অনেক বছর তালাবদ্ধ কাঠের কাজ, দর্জি শাখাসহ নানা বৃত্তিমূলক বিভাগ। চিত্ত বিনোদন আর মানসিক বিকাশের ব্যবস্থাও সীমিত। তবে হাসপাতালটির পরিচালক ডা. আবুল বাশারের দবি, সীমিত লোকবলেই সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছেন তারা।

পাবনা মানসিক হাসপাতালে গড়ে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ জন রোগী বহির্বিভাগে সেবা গ্রহণ করেন। ৫শ শয্যার এই হাসপাতালটিতে এখন রোগী ভর্তি আছেন ৪শ জনের মতো।

Exit mobile version