অজ্ঞাত বস্তুর সাথে সাবমেরিনের ধাক্কার কথা স্বীকার মার্কিন সামরিক বাহিনীর

|

অজ্ঞাত বস্তুর সাথে সাবমেরিনের ধাক্কার কথা স্বীকার মার্কিন সামরিক বাহিনীর

ছবি: সংগৃহীত

গভীর সমুদ্রে অজ্ঞাত বস্তুর সাথে ধাক্কা খেয়েছে মার্কিন পরমাণু সাবমেরিন-ইউএসএস কানেকটিকাট। এক বিবৃতিতে এ তথ্য স্বীকার করেছে দেশটির সামরিক বাহিনী।

তবে এতে গুরুতর হতাহতের ঘটনা হয়নি। সামান্য আহত হয়েছেন ১৫ জন। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকায় গত সপ্তাহেই হয় দুর্ঘটনা।

মার্কিন নেভি জানায়, অত্যন্ত দ্রুতগতির সাবমেরিনটি নিরাপদ ও কর্মক্ষম আছে। কোনো প্রভাব পড়েনি পরমাণু উৎপাদন প্ল্যান্টে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানান, দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক জলসীমায় হয় ছোট দুর্ঘটনাটি। পরিস্থিতি আরও ভালোভাবে পর্যবেক্ষণের জন্য গুয়ামে নেয়া হয়েছে সাবমেরিনটি।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply