চীনের কাছে মাথা নত করব না: তাইওয়ানের প্রেসিডেন্ট

|

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন, ছবি: সংগৃহীত।

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, তাইওয়ান চীনের কাছে মাথা নত করবে না এবং আমরা আমাদের গণতান্ত্রিক জীবনধারা অব্যাহত রাখব।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, তাইওয়ানের জাতীয় দিবসের অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আমরা আমাদের গণতান্ত্রিক জীবনধারা অব্যাহত রাখব। আমরা যত বেশি অর্জন করব, চীনের দিক থেকে আমরা তত বেশি চাপের মুখোমুখি হব।

প্রেসিডেন্টের এই বক্তব্যের আগের দিন শনিবার ( ৯ অক্টোবর) বেইজিংয়ের গ্রেট হলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে চীনের অঙ্গীভূত করার ঘোষণা দেন। তিনি বলেন, অঙ্গীভূতকরণের এ প্রক্রিয়া হবে শান্তিপূর্ণ।

চীনের প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় তাইওয়ানের প্রেসিডেন্টের কার্যালয়। তাদের পক্ষ থেকে বলা হয়, তাইওয়ানের ভবিষ্যৎ কেবল তার জনগণই নির্ধারণ করবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply