পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

|

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দশ‌মিনায় ম‌ন্দি‌রে পূজা দি‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর করুণ মৃত্যু হয়েছে। নিহত দম্পতির দুজন সন্তান রয়েছে।

র‌বিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দি‌কে দশ‌মিনা উপ‌জেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, গ্রামটির মৃত সুখরঞ্জন কবিরাজের ছেলে সু‌নিল কবিরাজ (৭০) ও তার স্ত্রী পুষ্প রানী (৬৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দি‌য়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, প্রতিদিনের ন্যায় র‌বিবার সকা‌লেও পুষ্প রানী ঘ‌রের পা‌শের মন্দিরে ঠাকুরপূজা দেয়ার উ‌দ্দে‌শ্যে যায়। এসময় ম‌ন্দি‌রের সাম‌নে লোহার গেট খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন তিনি। তাকে ডাকাডা‌কি করে সাড়া না পে‌য়ে তার স্বামী সেখানে গি‌য়ে স্ত্রী‌কে গে‌টের সা‌থে শু‌য়ে থাক‌তে দে‌খেন। প‌রে স্ত্রী‌কে উ‌ঠি‌য়ে আনার চেষ্টা কর‌লে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। বাড়ির অন্যান্য লোকজন এ দৃশ্য দে‌খে পু‌লিশ‌কে খবর দি‌য়ে পুষ্প ও সুনিল‌কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তান‌ভির মাহমুদ ওই দম্পতিকে মৃত ঘোষণা করেন।

ও‌সি মেহেদী হাসান আ‌রো জানান, বিদ্যুতের ওয়ারিং লাইনের তার লিক থাকায় মন্দিরের লোহার গেট আ‌গে থে‌কেই বিদ্যুৎস্পৃষ্ট ছিল। যেকার‌ণে এ ধর‌নের দুর্ঘটনা ঘটল। তি‌নি জানান, বিদ্যুৎস্পৃষ্ট মারা যাবার বিষ‌য়‌টি নি‌শ্চিত হওয়া এবং কারও কোন অ‌ভি‌যোগ না থাকায় ময়না তদন্তের প্রয়োজন হয়নি। তাই মৃত‌দেহ তা‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply