গোপন তথ্য বিক্রির দায়ে গ্রেফতার হলেন মার্কিন নৌ-কর্মকর্তা ও তার স্ত্রী

|

গোপন তথ্য বিক্রির দায়ে গ্রেফতার হলেন মার্কিন নৌ-কর্মকর্তা ও তার স্ত্রী

ছবি: সংগৃহীত

পারমাণবিক সাবমেরিন সম্পর্কিত গোপন তথ্য বিক্রির অপরাধে গ্রেফতার হলেন মার্কিন নৌবাহিনীর এক প্রকৌশলী এবং তার স্ত্রী। রোববার মার্কিন বিচার বিভাগ জানায় এ তথ্য।

বলা হয়, ছদ্মবেশী এফবিআই (FBI) এজেন্টের হাতে গোপন তথ্য তুলে দেন তারা।

গেলো শনিবার রাষ্ট্রীয় গোপন তথ্য বিক্রির অপরাধে, জোনাথন তোয়েবে এবং ডায়ানাকে পশ্চিম ভার্জিনিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের পারমাণবিক জ্বালানি আইন ভঙ্গের দায়ে অভিযুক্ত করা হয়। মঙ্গলবার তাদের পশ্চিম ভার্জিনিয়ার ফেডারেল আদালতে তোলা হবে।

৪২ বছর বয়সী জোনাথন তোয়েবে নৌবাহিনীর একজন পারমাণবিক প্রকৌশলী। তার সর্বোচ্চ গোপনীয় নিরাপত্তার ছাড়পত্র রয়েছে। সেই ক্ষমতার অপব্যবহার করেই তিনি ২০২০ সালে গোপনীয় তথ্যের একটি প্যাকেজ অজ্ঞাত দেশে পাঠান। এরপর ছদ্মবেশী এফবিআই এজেন্টের কাছে লাখ লাখ ডলারের ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে গোপন তথ্য বিক্রি শুরু করেন।

তাছাড়া পারমাণবিক সাবমেরিনের তথ্য সংক্রান্ত কয়েকটি মেমোরি কার্ড লুকিয়ে রাখে এই দম্পতি।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply