জম্মু-কাশ্মিরে পুলিশের সাঁড়াশি অভিযান; গ্রেফতার ৭ শতাধিক

|

জম্মু-কাশ্মিরে পুলিশের সাঁড়াশি অভিযান; গ্রেফতার ৭ শতাধিক

ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মিরে সাঁড়াশি অভিযান চালিয়ে ৭ শতাধিক মানুষকে গ্রেফতার করেছে, ভারতীয় পুলিশ। অভিযোগ চলমান হত্যাকাণ্ডে রয়েছে তাদের সম্পৃক্ততা।

পুলিশের দাবি, গ্রেফতার হওয়া ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘জামাত-ই-ইসলামে’র সদস্য। তারা গোপনে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাওয়া দলগুলোর জন্যেও কাজ করে। মূলতঃ শ্রীনগর, বুরগাও এবং কাশ্মিরের দক্ষিণাঞ্চল থেকে আটক হন এসব মানুষ।

গেলো এক সপ্তাহে, উপত্যকায় পৃথক হামলা চালিয়ে হত্যা করা হয়েছে দুই স্কুল শিক্ষক, এক রসায়নবিদ’সহ ৭ জনকে। তারা সবাই সংখ্যালঘু কাশ্মিরি পণ্ডিত ও শিখ সম্প্রদায়ের মানুষ। বেসামরিক হত্যাকাণ্ডে, গভীর উদ্বেগ জানিয়েছেন উপত্যকার সাবেক মুখ্যমন্ত্রী এবং শীর্ষ রাজনীতিকরা। তারা এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ কামনা করেন।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply