কক্সবাজার প্রতিনিধি:
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৫ম দফার ২য় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।
সোমবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় দিনে ২৭তম সাক্ষী সেনা সদস্য সার্জেন্ট জিয়াউর রহমানের জবানবন্দি গ্রহণের মাধ্যমে আদালতের কার্যক্রম শুরু হয়।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম জানিয়েছেন, আজ সোমবার সিনহা হত্যা মামলায় পাঁচ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়েছে। এর মধ্যে দুই জন সেনা সদস্য, জেলা সদর হাসপাতালের দুই জন কর্মচারী (ডোম) ও একজন পুলিশ কনস্টেবল।
তিনি জানান, গতকাল পর্যন্ত এই মামলায় ২৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। গতকাল রোববার এক সেনা কর্মকর্তাসহ ৬ জন সেনা সদস্য সাক্ষী দিয়েছেন।
এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বরখাস্ত ওসি প্রদীপসহ কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়।
উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
ইউএইচ/
Leave a reply