কেন্দ্রীয় শহীদ মিনারে ড. ইনামুল হকের প্রতি হাজারো মানুষের শ্রদ্ধা

|

কেন্দ্রীয় শহীদ মিনারে ড. ইনামুল হকের প্রতি হাজারো মানুষের শ্রদ্ধা

ছবিধ সংগৃহীত

কেন্দ্রীয় শহীদ মিনারে নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ।

আজ মঙ্গরবার বেলা ১১টার দিকে তার মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নাট্যকার, অভিনেতা, বুয়েটের শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ। বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে এই গুণীজনকে।

সোমবার বিকেল ৪টার দিকে বেইলি রোডের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৭৮ বছর বয়সে থেমে গেলো বরেণ্য কিংবদন্তি এই নাট্যকারের পথচলা। ১৯৪৩ সালের ২৯ মে ফেনী সদরে জন্মগ্রহণ করেন ইনামুল হক। শিক্ষকতার পাশাপাশি অভিনয়, দুই পেশাতেই সমান পারদর্শী ছিলেন তিনি। বুয়েটে ৪৩ বছর শিক্ষকতা জীবনে, এদেশের মানুষ তাঁকে চিনেন গুণী নাট্যকার হিসেবে। ২০১২ সালে একুশে পদক পান ড. ইনামুল হক।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply