জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি গত ছয় মাসেরও বেশি সময় ধরে অন্তরালে আছেন। এ সময়টাতে তিনি মিডিয়ার লোকজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছেন। এতে এক ধরনের গুঞ্জন তৈরি হয়েছে এই জনপ্রিয় চিত্রনায়িকাকে নিয়ে।র্ কেউ বলছেন পপি বিয়ে করে সংসার করছেন।
আবার পপির ঘনিষ্ঠরা বলছেন, শুধু বিয়ে নয় তিনি এখন সন্তানসম্ভবা। সব গুঞ্জন উড়িয়ে পপির ঘনিষ্ঠ জনপ্রিয় এক চিত্রনায়কের কাছ থেকে জানা যায়, পপি গাজীপুরে নিজের বাগানবাড়িতে বসবাস করছেন এখন। তবে তিনি বিয়ে করেছেন কিনা তা পরিষ্কার করেননি।
সেই চিত্রনায়ক বলছেন, খুব শীঘ্রই আড়াল ভেঙে সবার সামনে হাজির হবেন পপি। তখনই তার অন্তরাল জীবনের বিষয়ে মুখ খুলবেন পপি। সেই পর্যন্ত সবাইকে অপেক্ষায় থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
এনএনআর/
Leave a reply