জার্মানির মসজিদে আজান সম্প্রচারের অনুমতি

|

জার্মানির মসজিদগুলোতে এতদিন লাউডস্পিকারে আজান দেয়া নিষিদ্ধ ছিলো। তবে এখন থেকে শুক্রবার দিন কোলন শহরের ৩৫টি মসজিদে আজান দেয়ার অনুমতি দিয়েছে শহর কর্তৃপক্ষ। শহর কর্তৃপক্ষ এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হওয়ার পর এমন ঘোষণা দেয় তারা।

রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কোলনের ৩৫টি মসজিদকে প্রতি শুক্রবার দুপুর থেকে বিকেল ৩টার মধ্যে পাঁচ মিনিট সময় পর্যন্ত আজান সম্প্রচারের অনুমতি দেওয়া হবে। এ প্রসঙ্গে কোলনের মেয়র হেনরিয়েট রেকার টুইটারে লিখেছেন, আজানের অনুমতি দেওয়া তার কাছে একটি সম্মানের বিষয়।

তবে শহর কর্তৃপক্ষ আজান দেয়ার ক্ষেত্রে শব্দসীমা ছাড়াও কিছু নির্দেশনা মেনে চলার শর্ত দিয়েছে। সে অনুযায়ী আজান সম্প্রচারের কথা আশপাশের মানুষকে আগে জানাতে হবে।

প্রসঙ্গত, জার্মানিতে ৪৫ লাখের কাছাকাছি মুসলিম বাস করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply