বজ্রপাত নিরোধে ৪৭৬ কোটি টাকার প্রকল্প: ত্রাণ প্রতিমন্ত্রী

|

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ফাইল ছবি।

বজ্রপাত নিরোধে ৪৭৬ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। সচেতনতা বৃদ্ধি, আগাম সতর্কবার্তার জন্য বিশেষ প্রযুক্তি স্থাপন ও আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় হবে এ অর্থ। এ কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে দুর্যোগ প্রশমন দিবস নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি হবে তিন বছর মেয়াদী। প্রথমে বজ্রপাত প্রবণ এলাকায় প্রকল্পের কাজ করা হবে। এরইমধ্যে শুরু হয়েছে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই কাজ শুরু হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, বন্যা না হলেও এ বছর নদী ভাঙনে ৯ হাজার ৪৪৫টি পরিবার গৃহহারা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রতিটি পরিবারকে দুই শতাংশ জায়গাসহ পাকা ঘর তৈরি করে দেয়া হবে।

ভূমিকম্প নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভূমিকম্প প্রতিরোধ প্রকল্পের অংশ হিসেবে নতুন বিল্ডিং কোড অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ভেঙে ফেলা হবে ঝুঁকিপূর্ণ ভবন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply