মামলা করায় পিটিয়ে শিক্ষিকার পা ভেঙে দিলো প্রভাবশালীরা

|

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁর মহাদেবপুরে আদালতে মামলা করায় প্রকাশ্যে পিটিয়ে এক স্কুল শিক্ষিকার পা ভেঙে দিয়েছে প্রভাবশালীরা। গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিক্ষিকা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে কোর্ট থেকে মামলার সমন জারি হয়। সমন হাতে পেয়েই ক্ষিপ্ত হয় প্রতিপক্ষ। হামলা চালায় নাসির উদ্দিনের পরিবারে ওপর। এসময় হামলাকারীরা নাসির মাষ্টারের স্ত্রী পাঞ্জাতুন বেগমের পা ভেঙে দেয়। এছাড়াও ওই পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষিকার স্বামী নাসির উদ্দিন বাদী হয়ে মাহতাব উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, কড়ইতলী আত্রাই নদীর বাঁধ সংলগ্ন নাসির উদ্দিন মাষ্টারের প্রতিবেশী মাহতাব উদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে প্রতিপক্ষরা হুমকি দিলে আদালতে মামলা করেন নাসির উদ্দিন।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, নাসির উদ্দিন মাষ্টার বাদী হয়ে প্রতিপক্ষ ৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে বলে জানান ওসি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply