দুনিয়া বদলেছে, কিন্তু মালিক অপরিবর্তিত থেকে গেছেন

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান স্কোয়াডে শোয়েব মালিকের থাকা নিয়ে হচ্ছে অনেক আলোচনা-সমালোচনা। সম্প্রতি পাকিস্তানের সামা টিভি চ্যানেলের মন্তব্য তোলপাড় তুলেছে নেট বিশ্বে।

১৯৯৯ সালে পাকিস্তান ক্রিকেট দলে অভিষেকের পর দুই শতক ধরে পাকিস্তান দলে ছিলেন শোয়েব মালিক। পাকিস্তান দলের অধিনায়কত্বও করেছেন তিনি। অভিজ্ঞ এই ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের স্কোয়াডেও থাকলে সামা টিভি মজার ছলে অপমান করে ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডারকে।

গণমাধ্যমটি মন্তব্য করে, দুনিয়া বদলেছে, কিন্তু মালিক অপরিবর্তিত থেকে গেছেন। যা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে নেট বিশ্বে। এছাড়াও ইমরান খানের প্রসঙ্গ টেনে তুলে তারা বলে, ২২ বছর আগে যখন ইমরান খান পিটিআই গঠন করেন তখন মালিক দলে ছিলেন। এখন ইমরান খান প্রধানমন্ত্রী এখনো মালিক দলে আছেন। এমনকি চ্যানেলটি সরকারের পরিবর্তন, পেট্রোলের দাম বৃদ্ধি, মোবাইল ফোনের উন্নতি এই সবের সাথেও তুলনা করেছে শোয়েব মালিকের দলে থাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply