যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মোকাবেলার জন্যেই উন্নত করা হচ্ছে প্রতিরক্ষা কাঠামো: কিম

|

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মোকাবেলার জন্যেই উন্নত করা হচ্ছে প্রতিরক্ষা কাঠামো: কিম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার শত্রুভাবাপন্ন আচরণ মোকাবেলার জন্যেই উন্নত করা হচ্ছে প্রতিরক্ষা কাঠামো। মঙ্গলবার রাজধানীর অস্ত্র প্রদশর্নীতে এ মন্তব্য করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি অন্যান্য সমরাস্ত্র পর্যবেক্ষণ করছেন কিম। সেখানে ছিলো, দেশটির সর্ববৃহৎ ক্ষেপণাস্ত্র: হউসং-সিক্সটিন। সমরাস্ত্র প্রদশর্নী উপলক্ষ্যে ছিলো সেনাবাহিনীর কুচকাওয়াজ।

একদিন আগেই কিম জং উন বলেন, প্রতিবেশীর সাথে নতুনভাবে যুদ্ধে জড়ানোর কোন ইচ্ছা নেই। কিন্তু যুক্তরাষ্ট্রই বরাবর কোরীয় উপকূলে উত্তেজনা ছড়াতে থাকে।

গেলো মাসে, চার দফায় নিত্যনতুন মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply