সমুদ্রসীমা বিরোধ মামলায় জয় পেলো সোমালিয়া

|

সমুদ্রসীমা বিরোধ মামলায় জয় পেলো সোমালিয়া

ছবি: সংগৃহীত

কেনিয়ার সাথে সমুদ্রসীমা বিরোধ মামলায় জয় পেলো সোমালিয়া। মঙ্গলবার আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজে (ICJ) শোনান এই রায়।

ভারত মহাসাগরের, তেল-গ্যাস সমৃদ্ধ এলাকাটি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রতিবেশী দেশগুলোর বিবাদ। পারস্পরিক সমঝোতায় মীমাংসা না আসায়, ২০১৪ সালে বিষয়টি গড়ায় আন্তর্জাতিক আদালত পর্যন্ত।

মঙ্গলবার বিচারপতি জন ডনোঘ বাতিল করেন কেনিয়ার দাবিকৃত সমুদ্রসীমা। উল্টো- সোমালিয়ার জলসীমায় টানা হয়েছে নতুন মানচিত্র। সেখানেই এক লাখ স্কয়ার কিলোমিটার এলাকা নিজ মালিকানাধীন দাবি করে আসছিলো কেনিয়া।

এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সোমালিয়ার প্রেসিডেন্ট। একইসাথে প্রতিবেশীকে সেটি মেনে চলার আহ্বান জানায়।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply