Site icon Jamuna Television

কনের সাজে মালাইকা! (ভিডিও)

কনের সাজে মালাইকা! (ভিডিও)

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার প্রায় ৫০’র কোটায় পৌঁছেছেন। সুপারহিট এই অভিনেত্রী এখনো নেটিজেনদের ঘায়েল করে রাখছেন তার লাবণ্যময়ী ভঙ্গি দিয়ে। সম্প্রতি তিনি ল্যাকমে ফ্যাশন উইকে ব়্যাম্পে হেঁটে সকলকে হতবাক করে দিয়েছেন। লাল লেহেঙ্গায় নতুন কনে নতুন অলংকার, এক কথায় মনমাতানো সাজে মালাইকার দিক থেকে যেন চোখ ফেরানো দায়। খবর হিন্দুস্তান টাইমসের।

ডিজাইনার লেবেল অন্নু’স ক্রিয়েশনের শো-স্টপার হিসেবে দেখা মিলছে সুপারমডেল মালাইকা আরোরার। তাকে দেখা যায়, লাল লেহেঙ্গা, কপালে বড় টিকলি, গলায় ভারী নেকলেস।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ফ্যাশন শো-এর পোশাকের ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে মালাইকাকে ওড়না উঠিয়ে ব়্যাম্পের দিকে তাকাতে দেখা গেছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

লাল ঘন কাজের এমব্রয়ডারি কাজ করা লেহেঙ্গায় মালাইকা যেন নববধূ। ভক্তরাও অভিনেত্রীর এই ‘লুক’ দেখে প্রশংসায় উচ্ছ্বসিত।

এনএনআর/

Exit mobile version