রূপগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ৪ পোশাক শ্রমিককে অপহণের ঘটনা ঘটেছে। অপহরণের পর ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় বলেও অভিযোগ। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে চক্রের ৫ সদস্যকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানিয়েছেন, উপজেলার নান্নু স্পিনিং মিলের শ্রমিক রিপন মুর্ম, মিঠুন চন্দ্র রায়, মোমিনুল ও আবদুল্লাহ পূজার ছুটি পেয়ে মঙ্গলবার রাতে তাদের গ্রামের বাড়ি দিনাজপুরের সেতাবগঞ্জ যাচ্ছিলেন। ওই সময় পথে গাউছিয়া এলাকা থেকে একটি অপহরণকারী চক্র তাদের আটক করে মুক্তপণ দাবি করে।
পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় রাতভর অভিযান চালিয়ে একই উপজেলার সাওঘাট এলাকা থেকে শাকিব চৌধুরী, রাম কিশোর, সাব্বির হোসেন, তামিম মুসুল্লি ও জাবেদ ভুইয়াকে আটক করে। এ সময় চক্রের আরও ৭-৮ জন সদস্য পালিয়ে যায় বলে জানান সায়েদ।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Leave a reply