Site icon Jamuna Television

বিদায় নিলেন অ্যান্ডি মারে

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান ওয়েলসের চতুর্থ রাউন্ড থেকে বাদ পড়েছেন ব্রিটিশ অ্যান্ডি মারে। তাকে সরাসরি সেটে হারিয়েছেন আলেক্সান্ডার জেরেভ। দুর্দান্ত ফর্মটা ধরে রেখেছেন জার্মানির এই নতুন সেনসেশন।

সবশেষ ১৯ ম্যাচের ১৮টিতেই জয় পেয়েছেন টোকিও অলিম্পিকে স্বর্ণ জেতা জেরেভ। প্রথম সেটে অ্যান্ডি মারের বিপক্ষে সহজেই জয় পান এই জার্মান। মারে হারেন ৬-৪ গেমে। দ্বিতীয় সেটে লড়াই হয় হাড্ডাহাড্ডি। কিন্তু শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে ৭-৬ গেমের জয় তুলে নেন জেরেভ।

এই পরাজয়ের ফলে ২০১৬ সালের পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৫ খেলোয়াড়ের বিপক্ষে জয়টা অধরাই থেকে গেল অ্যান্ডি মারের।

Exit mobile version