মিয়ানমারে এবার দমন-পীড়নের শিকার আদিবাসী খ্রিস্টান জনগোষ্ঠী

|

মিয়ানমারে এবার দমন-পীড়নের শিকার আদিবাসী খ্রিস্টান জনগোষ্ঠী

ছবি: সংগৃহীত

মিয়ানমারে সংখ্যালঘু খ্রিস্টানদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই যাজকদের ধরপাকড় চালানো হচ্ছে। এমনকি গুলি করে হত্যা করা হচ্ছে খ্রিস্টান ধর্মের অনেককে।

খ্রিস্টান ধর্মগুরুদের অভিযোগ, সেনাবাহিনীর আতঙ্কে বেশির ভাগ ধর্মীয় উপাসনালয় গুলো বন্ধ হয়ে গেছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন বলছে, গেলো সেপ্টেম্বরে সবচেয়ে বেশি নির্যাতন চালানো হয়েছে দেশটির চিন রাজ্যে। মিয়ানমারের মোট জনগোষ্ঠীর ৬ শতাংশ খ্রিস্টান। যার বেশির ভাগ ভারত এবং থাইল্যান্ড সীমান্তে বসবাস। তবে কেন তাদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে আলজাজিরার এমন প্রশ্নে সাড়া মেলেনি সেনাবাহিনীর।

২০১৭ সালে ২৫ আগস্ট, রাখাইন রাজ্য থেকে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply