Site icon Jamuna Television

শুরু হলো শিক্ষার্থীদের করোনার পরীক্ষামূলক টিকাদান

১২-১৭ বছর বয়সী ১০০ শিক্ষার্থীকে দেয়া হয়েছে ফাইজারের টিকা।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার এক মাস পর শুরু হলো শিক্ষার্থীদের পরীক্ষামূলক করোনার টিকাদান কার্যক্রম।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে এই টিকা কার্যক্রম উদ্বোধন করেন। পরীক্ষামূলকভাবে ১২-১৭ বছর বয়সী ১০০ শিক্ষার্থীকে দেয়া হয়েছে ফাইজারের টিকা। ৭ থেকে ১৪ দিন পযর্বেক্ষণের পর শুরু হবে মূল কর্মসূচি। টিকা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও এস কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কার্যক্রম উদ্বোধন করে স্বাস্থ্য মন্ত্রী জানান, পরীক্ষামূলক এই কর্মসূচি সফল হলে আপাতত দেশের ২১ জায়গায়, মোট ৩০ লাখ শিশু-কিশোরকে টিকা দেয়া হবে।

এর আগে গতকাল বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্বাস্থ্য অধিদফতরের ফেসবুক পেজে লাইভে এসে জানান, খুরশীদ আলম বলেন, দুইটি সরকারি বিদ্যালয়ের নির্দিষ্ট কিছু শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেয়া হবে। টিকা দেয়ার পর আগামী ১০-১৪ দিন তাদের পর্যবেক্ষণে রাখা হবে।

পরবর্তীতে ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে টিকা কার্যক্রম বৃদ্ধি করা হবে বলেও জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

Exit mobile version