করোনায় সাত মাসে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড

|

প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৭ হাজার ৭৩৭ জনের। করোনা শনাক্তের হার ২.১৬ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৫৬৮ টি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন ৭ জনের মৃত্যু হয়েছিলো গত শুক্রবার (৮ অক্টোবর)। গতকাল বুধবারও দেশে করোনায় মৃত্যুবরণ করেছেন ১৭ জন। এরপর আজ আবারও দেশের করোনায় মৃতের সংখ্যা কমে ৭ এ দাঁড়িয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৪৬৬ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৫ লাখ ৬৪ হাজার ১৩ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৫০৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রামে ২ জন, খুলনায় ১ জন ও রাজশাহীতে ১ জন মৃত্যুবরণ করেছেন। তবে, বরিশাল, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply